শোবিজ ডেস্ক: ঢাকায় আসছেন ‘পদ্মশ্রী’ পদকপ্রাপ্ত ভারতের অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। আজ ব্র্যাক ইউনিভার্সিটির ১১তম সমাবর্তনে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এর গভর্নিং বডির সদস্য শাবানা আজমি। সে সূত্রেই এ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে স্পিকার হিসেবে উপস্থিত থাকছেন তিনি। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে বাংলাদেশে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শাবানা আজমি। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজকল্যাণেও ভূমিকা রেখে যাচ্ছেন নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তার বাবা কাইফি আজমি খ্যাতনামা কবি ও মা শওকত আজমি মঞ্চাভিনেত্রী। দুজনই ভারতের সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭৪ সালে তিনি প্রথম ‘অঙ্কুর’ চলচ্চিত্রে অভিনয় করেন। বিবাহিত একজন চাকরানী ‘লক্ষ্মী’র চরিত্রে অভিনয় করে প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।