প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, দিবাগত রাত ৩টায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলোঘর এলাকায় পথচারী উজ্জ্বল মৃধাকে (৩৫) দ্রুত গতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত উজ্জ্বল মৃধা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। সে ভবঘুরে বলে জানান হাঁসাড়া হাইওয়ে পুলিশ।
অন্যদিকে রাত সাড়ে ৪টায় শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় হোসেন আলী (৩৮) নামে এক ট্রাকচালক রাস্তায় চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার বেড়ামারার ঘোলদাগে।
গতকাল সকাল ৮টায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে শ্রীনগরের ষোলোঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। এসময় হাবিবুর রহমান (৬৫) নামে আরেকজনকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটয়ালী পাড়ায়। শনিবার বিকালে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির মোল্লা এসব দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত একজনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।