প্রিন্ট করুন প্রিন্ট করুন

তপন চৌধুরী বিটিএমএ-এর পুনরায় সভাপতি হলেন

 

তপন চৌধুরী বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পুনরায় সভাপতি হলেন। কারওয়ানবাজারে সমিতির কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠানটির ৩৩তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিটিএমএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিটিএমএ’র প্রাক্তন প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলামিন ২০১৭-১৮ মেয়াদের জন্য নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালকসহ বিটিএমএ’র প্রেসিডেন্ট ও ৩ জন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন। তিনি জানান, তপন চৌধুরী ২০১৭-১৮ মেয়াদের জন্য বিটিএমএ’র প্রেসিডেন্ট হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ আলী খোকন, হোসেন মেহমুদ ও আবদুল্লাহ আল মাহমুদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।