নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগী কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেড নামে একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আর গত ৬ অক্টোবর থেকে তাকাফুল ইসলামী সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রম তথা শেয়ার কেনাবেচার কাজ শুরু হয়েছে।
কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩৮ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৯৭৭ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪৮ দশমিক ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৫ দশমিক ৫৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছরেও দিয়েছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৫ পয়সা এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৬৪ পয়সা ও ১৭ টাকা ২৩ পয়সা।
এদিকে ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৬৩ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৪৭ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৮৭ হাজার ৭৩ শেয়ার মোট ১৫৪ বার হাতবদল হয়, যার বাজারদর ৪১ লাখ ৫০ হাজার টাকা।