প্রিন্ট করুন প্রিন্ট করুন

তিতাস গ্যাসফিল্ড উন্নয়নে এডিবির সঙ্গে ঋণচুক্তি

শেয়ার বিজ ডেস্ক: তিতাস গ্যাসফিল্ড উন্নয়নে ১৬ কোটি ১৭ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে যৌথভাবে এ অর্থায়ন করা হচ্ছে। এ উপলক্ষে সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে গতকাল চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ন্যাচরাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্প ছয় বছর মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এডিবি দেবে ১৬ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ১০ কোটি ডলার কঠিন শর্তে ও সহজ শর্তে ছয় কোটি ৭০ লাখ ডলার ঋণ দেওয়া হবে। এছাড়া এআইআইবি ঋণ দেবে ছয় কোটি মার্কিন ডলার এবং ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। সহজ শর্তে ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ২ শতাংশ এবং কঠিন শর্তে ঋণের ক্ষেত্রে সুদের হার লন্ডন ইন্টার-ব্যাংক অফারড রেট (লাইবর) ভিত্তিক। এছাড়া অ-ব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ এবং শূন্য দশমিক ১০ শতাংশ হারে প্রিমিয়াম হবে। অনুষ্ঠানে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রকল্পের উদ্যোক্তা। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।