নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রিসেল)। অন্যদিকে হামিদ ফেব্রিকস লিমিটেড এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ঋণমান অবস্থান নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
ন্যাশনাল ফিড মিল লিমিটেড: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘বিবিবি’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ মূল্যায়ন করা হয়েছে কোম্পানিটিকে। কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ২০০ কোটি অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৯ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৩২৫টি শেয়ার রয়েছে।
হামিদ ফেব্রিকস লিমিটেড: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ৩’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ মূল্যায়ন করা হয়েছে কোম্পানিটিকে।
কোম্পানিটি ২০১৪ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯১ কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৫৫ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি শেয়ার রয়েছে।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ২’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকঋণের অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ মূল্যায়ন করা হয়েছে কোম্পানিটিকে।