শেয়ার বিজ ডেস্ক: বজ্রপাতে তিন জেলায় চারজনের প্রাণ গেছে। গতকাল মঙ্গলবার নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধায় কৃষি কাজ করতে গিয়ে মাঠে তিন কৃষক এবং মাছ ধরতে গিয়ে আরেকজন বজ্রাঘাতে প্রাণ হারান।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দায় বজ্রপাতে কৃষক জমসেদ আলী (৪০) ও জেহের আলীর (৭০) মৃত্যু হয়েছে। এ সময় কৃষক তৌহিদুল ইসলাম (৭০) ও আসলাম (৪৫) আহত হন। বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমসেদ আলী নারায়ণপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে বলে জানা গেছে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, চৌদ্দমাইল মোড়সংলগ্ন জয় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে তারা আশ্রয় নেয়ার জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী প্রাণ হারান।
মেহেরপুর প্রতিনিধি জানান, নিজ জমিতে ধান রোপণের সময় বজ াঘাতে কৃষক আবু বক্কর সিদ্দিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বজ াঘাতে দুই গৃহবধূসহ আহত হয়েছেন চারজন। নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে আহতরা হলেন, একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ। আহত আঙ্গুরা ও কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন সুমন। মেহেরপুর সদর থানার ওসি জুলফিকার আলী বজ্রাঘাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ াঘাতে এরশাদ মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদ মণ্ডল রামচন্দ্রপুর গ্রামের বছু মিয়ার ছেলে।