Print Date & Time : 19 September 2021 Sunday 11:39 pm

তিন বিভাগে রওনা দিল জবির ২৩টি বিশেষ বাস

প্রকাশ: July 17, 2021 সময়- 10:39 pm

প্রতিনিধি, জবি: ঢাকা থেকে শিক্ষার্থীদের ঈদে বাড়ি পৌঁছে দিতে দেশের বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার সকাল ৯টায় রংপুরে ৯টি, রাজশাহীতে ১০টি ও সিলেট বিভাগের উদ্দেশ্যে চারটি বাস মিলে বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৩টি বাস ছেড়ে গেছে। বাস ছেড়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, প্ররক্ষক দল (প্রক্টরিয়াল বডি), পরিবহন প্রশাসক ও ছাত্র কল্যাণের পরিচালক উপস্থিত ছিলেন।

এদিন সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই শিক্ষার্থীরা বাড়ি ফিরতে ক্যাম্পাসে আসতে শুরু করেন। গেটে তাদের তাপমাত্রা পরীক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের অনুমোতি দেয়া হয়। পরে প্রক্টরিয়াল বডি সবাইকে আবেদনের তালিকার সঙ্গে আইডিকার্ড ও ছাত্রত্বের প্রমাণ দেখে নিজ নিজ জেলার বাসে সিট নিশ্চিত করে। বাস ছেড়ে যাওয়ার সময় অধিকাংশ বাসে সিট ফাঁকা ছিল।

বাসে বগুড়ায় যাওয়ার সময় শিক্ষার্থী শাহ আলম বলেন, বাসে যাওয়া নিয়ে চিন্তায় ছিলাম। অবশেষে যেতে পারছি। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব ও ক্যাম্পাসের এত-সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে যাচ্ছি বলে সত্যিই ঈদ ঈদ মনে হচ্ছে। ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আজ (গতকাল) তিন বিভাগে শিক্ষার্থীদের বাস গেছে। মোট দেড় হাজার শিক্ষার্থী আবেদন করলেও ৯০০ জনের মতো শিক্ষার্থী বাসে গেছে। অনেক বাসে সিট ফাঁকা ছিল। আগামী দু’দিনে বাকি বিভাগে বাস যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা সকাল থেকেই চেষ্টা করেছি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে বাসে ওঠানোর বিষয়ে। এছাড়া বিভিন্ন থানায় কথা বলা হয়েছে যেন আমাদের শিক্ষার্থীরা নির্বিঘেœ বাড়ি পৌঁছাতে পারে।

বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ঈদের আগে বাস ট্রেনের টিকিট পাওয়া কষ্টকর। এছাড়া কভিডের কথা ভেবে আমরা শিক্ষার্থীদের বাস দিয়েছি। তারা যেন বাসায় গিয়ে নিরাপদে থাকে বলে দিয়েছি।