Print Date & Time : 25 May 2020 Monday 1:21 pm

তিন মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: জুলাই ২৯, ২০১৯ সময়- ১০:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এশিয়ান টাইগার
সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড: আলোচ্য সময়ে ফান্ডটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে এক টাকা তিন পয়সা এবং ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) খরচ মূল্য হিসাবে হয়েছে ১৩ টাকা ২৮ পয়সা আর বাজারদরে ১৫ টাকা ১৮ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৬৩ পয়সা ও ১৩ টাকা ৬৫ পয়সা, আর ১৬ টাকা ২৪ পয়সা। আর ইউনিটপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা ১৮ পয়সা, যা আগের বছর একই
সময় ছিল দুই টাকা ২৪ পয়সা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: আলোচ্য সময়ে ফান্ডটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৮ পয়সা, এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৪১ পয়সা। ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) খরচমূল্য হিসাবে হয়েছে ১২ টাকা ৪৬ পয়সা আর বাজারদরে ১৪ টাকা ১৭ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে ১২ টাকা ৭৮ পয়সা আর ১৫ টাকা ১৭ পয়সা। আর ইউনিটপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা আট পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৯৭ পয়সা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: আলোচ্য সময়ে ফান্ডটি সাড়ে সাত শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে এক টাকা এক পয়সা, এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ২৭ পয়সা। ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) খরচ মূল্য হিসাবে হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা আর বাজারদরে ১২ টাকা ৯৫ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল যথাক্রমে ১২ টাকা ৬৮ পয়সা আর ১৩ টাকা ৪৭ পয়সা। আর ইউনিটপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ২৬ পয়সা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।