ক্রীড়া প্রতিবেদক: সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। কিন্তু বসে থাকার জো নেই ক্রিকেটারদের। এরই মধ্যে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করল ত্রিদেশীয় সিরিজের সূচি। যেখানে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজের লড়াই। এ টুর্নামেন্টের অপর দল শ্রীলঙ্কা। লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে দুবার করে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ফাইনাল হবে ২৭ জানুয়ারি।
ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে ও ১২ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কা।
এ টুর্নামেন্ট শেষ হওয়ার পরই শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। এরপর একই ভেন্যুতে দু’দল খেলবে প্রথম টি-টোয়েন্টি। আর দ্বিতীয় ম্যাচটি হবে সিলেটে।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি ফাইনাল
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি প্রথম টেস্ট, চট্টগ্রাম
৮ ফেব্রুয়ারি-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট, ঢাকা
১৫ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি, ঢাকা
১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট