নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার(১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে কিছুটা লেনদেন বৃদ্ধি পায়। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পায়।
এরমধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ই-জেনারেশনের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ই-জেনারেশনের শেয়ারের সর্বশেষ দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর তা দাঁড়ায় ২৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। যা আজ শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ।
ডিএসইতে আজ শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে জিবিবি পাওয়ার। কোম্পানিটির শেয়ার দর আজ আট দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া শেয়ার দর বৃদ্ধির শীর্ষ দশটিতে অস্থান নেয়া কোম্পানিগুলো হচ্ছে, জিকিউ বলপেনের সাত দশমিক ৯৪ শতাংশ, লাভেলো আইসক্রীমের সাত দশমিক ৪৫ শতাংশ, এসএস স্টিলের সাত দশমিক ৩৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ছয় দশমিক ৯৭ শতাংশ।
আরও রয়েছে বিকন ফার্মার ছয় দশমিক৭৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ছয় দশমিক ৩৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ছয় দশমিক ২৫ শতাংশ এবং সাইফ পাওয়ারের শেয়ার ছয় দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পায়।
শেয়ার বিজ/এসএটি