প্রিন্ট করুন প্রিন্ট করুন

দশ লাখ লিরার নোট ছাপানোর সিদ্ধান্ত লেবাননের

শেয়ার বিজ ডেস্ক: লেবাননের অর্থ ও বাজেট কমিটি নতুন ব্যাংক নোট ছাপানোর খসড়া আইনের অনুমোদন দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর: দ্য নিউ আরব।

সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ছাপানো হবে ৫ লাখ ও ১০ লাখ লিরার (লেবাননের মুদ্রা) নোট।

বর্তমানে দেশটির সর্বোচ্চ নোট হলো ১ লাখ লিরা। যুক্তরাষ্ট্রের মুদ্রার বিপরীতে এ নোটের মূল্য ১ দশমিক ০৫ ডলার।

নতুন নোট ছাপানোর খসড়া আইনটি পাঠানো হবে সংসদে। যেখানে ভোটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

লেবাননের কেন্দ্রীয় ব্যাংক ৫ লাখ ও ১০ লাখ লিরার যে নোট ছাপানোর পরিকল্পনা করছে সেগুলোর দাম হবে যথাক্রমে ৫ ও ১০ ডলার।

২০১৯ সালের শরতে লেবাননে প্রথম অর্থনৈতিক সংকট দেখা দেয়। ওই সংকটের পর লিরার মূল্য ডলারের বিপরীতে নামতে থাকে। বর্তমানে যা ৯৮ শতাংশ পর্যন্ত কমেছে। ফলে লেবাননে লিরার ব্যবহার কমিয়ে দিয়েছেন সাধারণ মানুষ।

সেই থেকে দেশটিতে পণ্যের দাম আকাশচুম্বী হয়। যদিও মজুরি একই রয়ে গেছে।

চলতি বছরের মার্চে দেশটির সুপার মার্কেটগুলোয় পণ্যের দাম লিরার পরিবর্তে ডলারে লেখা শুরু হয়। মূলত মূল্যের স্বচ্ছতা নিশ্চিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

লিরার দরপতন ঠেকাতে লেবাননের কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে মিলিয়ন অর্থ খরচ করেছে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, লেবাননের এ সংকট চলতে। দেশটির অর্থনৈতিক ব্যবস্থা

ঢেলে সাজানো না হলে পরিস্থিতির উন্নতি হবে না। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেসব ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সেগুলো পূরণ করতে হবে।

ইতোমধ্যে আইএমএফ ও লেবানন সরকারের মধ্যে স্টাফ লেভেল চুক্তি হয়েছে। এর আওতায় দেশটিকে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার সহায়তা করা হবে। তবে সংস্কার না হওয়া পর্যন্ত এ ঋণ পাবে না দেশটি।