স্পোর্টস ডেস্ক: দাবার ‘বিশ্বকাপ’ শিরোপা ফের নিজের করে নিয়েছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। ফাইনালে রাশিয়ার সের্গেই কারিয়াকিনকে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ২৬ বছর বয়সী এই দাবাড়–। এবার নিয়ে এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে সের্গেইয়ের সঙ্গে কার্লসেনের খেলাটি ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ১২ ম্যাচ শেষে এই দুজনের কেউই চ্যাম্পিয়ন দাবি করতে পারেননি। কারণ ১০টি ম্যাচ ড্র হয়। বাকি দুটির প্রতিটিতে একটি করে জয় পান দুজনই। যে কারণে ম্যাচ গড়ায় র্যাপিড রাউন্ডে।
দাবার র্যাপিড অনেকটা ফুটবলের টাইব্রেকারের মতো। আর সেখানেই জয় তুলে নিয়ে নিজের তৃতীয় শিরোপাটি ঘরে তোলেন কার্লসেন।
বিশ্বকাপ দাবার তৃতীয় শিরোপা জিতে দারুণ খুশি কার্লসেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মাথা ঠাণ্ডা রাখা খুব কঠিন ছিল। কিন্তু ম্যাচটি খেলে বেশ স্বস্তি পাচ্ছি।’
তবে এ আনন্দের মধ্যে কিছুটা দুঃখ নিয়েই ফিরতে হচ্ছে দেশে কার্লসেনকে। কেননা বিশ্বকাপ জিতলে ১ মিলিয়ন ডলার পুরস্কার পাওয়ার কথা; কিন্তু এই প্রাইজমানির মাত্র ৫৫ শতাংশ পেলেন তিনি। খেলা র্যাপিডে গড়ালে চুক্তি অনুযায়ী অর্থ কেটে নেওয়া হয়।