প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত এলাকায় চোরাকারবারী দুই গ্রুপের সংঘর্ষের সময় ফেন্সিডিলসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়নগর ন্যারা বটতলা নামক এলাকায় থেকে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দর্শনা জয়নগর গ্রামের ইজাজুলের ছেলে জিয়ারুল (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুব (২২) আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬), আজমলের ছেলে মিনারুল (২৩)। এসময় আক্তারের ছেলে ছাব্বির (১৯), মৃত দাউদের ছেলে মজিদ (৩৮) ইজাজুল (৪৫), হানিফের ছেলে আরিফ (২৫), মৃত ভোলার ছেলে আক্তার (৩০), ফকিরের ছেলে সোহেল (২৫),ও সুলতানপুর গ্রামের ছোট ফকিরের ছেলে পলাশ (২৫) পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবির) পরিচালক শাহ মোঃ ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দর্শনার আইসিপির এলাকার সীমান্তের পিলার ৭৬/৪-এস এর ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর ন্যারা বটতলা নামক এলাকায় বাংলাদেশী চোরাকারবারীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এমন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপি’র কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে জিয়ারুল, হাসমত আলী মাহবুব, লাল্টু শেখ ও মিনারুল কে ৯২ বোতল ফেন্সিডিল ও ৫টি মোবাইলসহ আটক করে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য একচল্লিশ হাজার আটশত টাকা। এ ব্যাপারে ৭জন পলাতকসহ ৫জনকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।