নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাসের দাম পুননির্ধারণ করেছে। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে কোম্পানিটি ভোক্তা লেভেলে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তিতাসের গ্যাস সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতি ঘন মিটারে গ্যাসের নতুন মূল্য কার্যকর হবে আগামী পহেলা মার্চ ও পহেলা জুন থেকে।
গ্যাস সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাসের নতুন ও পুরোনো মূল্য তালিকা দেওয়া হল:
|
সিএনজি গ্যাস প্রতি ঘন মিটারে প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে- ৩০ টাকা ও ৩২ টাকা এবং অপারেটর মার্জিনে ৮ টাকা অর্ন্তভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।