নিজস্ব প্রতিবেদক: দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার আগের দিনের চেয়ে লেনদেন কমলেও মূল্যসূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। তবে এদিন দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৭২ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে এক হাজার ২১০ কোটি টাকা। ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৩ পয়েন্টে, সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক শূন্য দশমিক শূন্য ২ পয়েন্ট কমে এক হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৬১ কোটি ১৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকা। সিএসইতে ২৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৯টি, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারদর। গতকাল দর বেড়ে ডিএসইর টপটেন তালিকায় উঠে আসা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে: ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্¯¡ আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফান্ড মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোজ লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্ মিউচুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে হলো ইফাদ অটোস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, এ্যাপোলো ইস্পাত লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, সিএমসি কামাল টেক্সটাইল লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং বেক্সিমকো লিমিটেড।