প্রিন্ট করুন প্রিন্ট করুন

দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন সরকারি কর্মকর্তারা

প্রতিনিধি, নোয়াখালী : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথ করান।

এসময় তিনি বলেন, দুর্নীতির প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ গঠনে কোনো দুর্নীতির ঠাঁই হবে না। আমরা সরকারি কর্মকর্তারা শপথ করলাম আমাদের কার্যালয়ে কোনো দুর্নীতি হবেনা। আমরা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো। আমরা সকলে একত্রে সোচ্চার হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুনীর্তি দমন কমিশন নোয়াখালীর উপপরিচালক সৈয়দ তাহসিনুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, চৌমুহনী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম ছায়েফ উদ্দিন সোহান প্রমুখ বক্তব্য রাখেন।