শেয়ার বিজ ডেস্ক: দূষণ কেলেঙ্কারি মামলার নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও শুল্ক বিভাগের করা ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে ভক্সওয়াগন। পাশাপাশি জামার্নির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি মার্কিন আইন ভঙ্গের অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। খবর বিবিসি।
প্রতিষ্ঠানটি বলছে, ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার জরিমানা দিয়ে তারা মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ ও শুল্ক বিভাগের সঙ্গে মধ্যস্ততায় পৌঁছেছে। এছাড়া আগামী তিন বছরের জন্য দেশটিতে স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।
এ ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার জরিমানা নিয়ে দূষণ কেলেঙ্কারির ইস্যুতে কোম্পানির মোট খরচ ১৯ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড়াবে। এর আগে কোম্পানিটি ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের পরিবেশ কর্তৃপক্ষ ও গাড়ির মালিকদের সঙ্গে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে চুক্তিবদ্ধ হয়।
প্রতিযোগিতায় এগিয়ে গাড়ি বিক্রি বাড়াতে গোপন চাতুরতার পথ বেছে নেয় জার্মানির এ বহুজাতিক কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের তৈরি গাড়িতে এমন একটি সফটওয়্যার ব্যবহার করে; যা কার্বন নির্গমনের প্রকৃত তথ্য দেবে না। বরং নির্ধারিত মাত্রার মধ্যে কার্বন রয়েছে এমন তথ্য দেখাবে। সফটওয়্যারটি কোম্পানির পাসাত ও অডি এ৩ কম্প্যাক্ট মডেলের ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়।
এ কেলেঙ্কারির কবলে পড়েছে প্রায় ১১ মিলিয়ন গাড়ি। এতে করে গত এক বছরে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে কোম্পানিটি।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভক্সওয়াগনের গাড়িতে দূষণ নিরূপণ যন্ত্রে ত্রুটি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটি স্বীকার করে, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ১০ লাখ গাড়িতে দূষণ নিরূপণ যন্ত্রে ত্রুটি রয়েছে।
এরপর এ নিয়ে ভক্সওয়াগনের বিরুদ্ধে আদালতে মামলা করেন যুক্তরাষ্ট্রের গাড়ি মালিকরা। সে মামলার নিষ্পত্তিতে চলতি বছরের জুনে তাদের সঙ্গে ১৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
ওই চুক্তির আওতায় ক্ষতিগ্রস্তদের ১০ হাজার ডলারেরও বেশি করে ক্ষতিপূরণ দেয় ভক্সওয়াগন। আর সমস্যাজর্জরিত গাড়ি মেরামত ও কিনতে ১০ বিলিয়ন ডলার ব্যয় করার কথা জানায় প্রতিষ্ঠানটি। এছাড়া এতে আরও তহবিল ছিল। এদিকে ভক্সওয়াগনের সাবেক নির্বাহী অলিভার শ্মিটের বিরুদ্ধে ডিজেলগেট জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগ দায়ের করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সোমবার এ কথা জানায়।
শ্মিট ২০১২ থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত জার্মান গাড়ি নির্মাতা কোম্পানির মার্কিন রেগুলেটরি কমপ্লায়েন্স অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত সোমবার মিয়ামি আদালতে তাকে হাজির করা হয়। ভক্সওয়াগনের কার্বন নিঃসরণ জালিয়াতির বিষয়ে অবগত থাকার পরও মার্কিন নিয়ন্ত্রকদের কাছে মিথ্যাচার করায় তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রুজু করা হয়েছে। হলফনামায় এফবিআই জানায়, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ক্লিন ট্রান্সপোর্টের গবেষণায় কার্বন নিঃসরণ জালিয়াতিতে শ্মিটের জড়িত থাকার বিষয়টি ওঠে আসে। প্রায় এক কোটি ১০ লাখ গাড়িতে ত্রুটিপূর্ণ সফটওয়্যার প্রতিস্থাপনের ব্যাপারটি গোপন রাখার ব্যাপারে একজন সহকর্মীর সঙ্গে আলোচনা করেন শ্মিট।
২০১৫ সালের আগস্টে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চেপে যান তিনি। ভক্সওয়াগনের ব্যবস্থাপনা নির্বাহীরা জালিয়াতি প্রকাশের বদলে বিষয়টি লাগাতার মার্কিন নিয়ন্ত্রকদের কাছে গোপন রাখেন।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক জাজ চালের্স ব্রেয়ার বলেন, ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে তৈরি ৩ লিটার ডিজেল ইঞ্জিনের গাড়ির মালিকরা ক্ষতিপূরণ পাবে। নতুন এ চুক্তিতে ভক্সওয়াগানের প্রায় এক বিলিয়ন ডলার খরচ হবে।
ভক্সওয়াগানের মুখপাত্র জেনিনি গিনিভান বলেন, নতুন এ চুক্তি আমাদের বাজার ধরে রাখতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।