Print Date & Time : 12 April 2021 Monday 6:57 am

দেখে-বুঝে পা ফেলুন ৭

প্রকাশ: March 12, 2020 সময়- 11:31 pm

ব্রামান্তে স্টেয়ারকেস

ভ্যাটিকানের জাদুঘরে অবস্থিত ব্রামান্তে স্টেয়ারকেস। মজার বিষয়, এতে নেই কোনো সিঁড়ি। বলা যায়, মাত্র একটিই সিঁড়ি রয়েছে এর। জাদুঘরের দর্শনার্থীরা এটি ব্যবহার করেন। ১৯৩০ সালে ইতালির স্থপতি গুইসেপে মমো এর নকশা করেন। তিনি ষোড়শ শতকের একটি স্টেয়ারকেস থেকে উদ্বুদ্ধ হয়ে এর নকশা করেন, যেটি ভ্যাটিকানের সব স্থানকে ভিলা বেলভেদেরের সঙ্গে যুক্ত করেছিল।