প্রিন্ট করুন প্রিন্ট করুন

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে এ শুভেচ্ছা জানান তিনি।

নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আশা করে, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরে আসবে।’

তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু চালুর পর এখনও পর্যন্ত ৪০৩ কোটি টাকার টোল আদায় করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।’

নতুন বছরের প্রথম দিনে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন তিনি।

পরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন ওবায়দুল কাদের।