রিয়েলমি বাজার নিয়ে এসেছে নারজো ৫০। গ্রাহকদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানে স্মার্টফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে সেরা প্রসেসর। পাশাপাশি সেরা স্পেসিফিকেশন, ডিজাইনের সঙ্গে নারজো ৫০-এ রয়েছে স্মুথ ইউআই। যা তরুণ গ্রাহকদের গেমিংয়ে সেরা অভিজ্ঞতা প্রদান করবে। ৩ এপ্রিল রিয়েলমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে রিয়েলমি নারজো ৫০ আনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হয়। ফোনটি মাত্র ১৬,৪৯৯ টাকায় ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি
দেশের বাজারে গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০
