প্রাইম ব্যাংক তার স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক বাণিজ্যভিত্তিক পরিষেবা সপ্তাহে ৫ কর্মদিবসে ২৪ ঘণ্টাব্যাপী পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে। এ পরিষেবার অধীনে, সপ্তাহে ৫ কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব প্রকারের স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা দেয়া হবে এবং রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে তথ্যভিত্তিক গ্রাহক সহায়তা দেয়া হবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ বলেন, ‘আমি বিশ্বাস করি এ ২৪/৫ ট্রেড শপ উদ্যোগটির মাধ্যমে আমাদের গ্রাহকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।’ বিজ্ঞপ্তি

Print Date & Time : 16 August 2022 Tuesday 4:28 am