প্রিন্ট করুন প্রিন্ট করুন

দেশে কৃষি ডিজিটালাইজেশন হাব গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে কৃষি আঞ্চলিক ডিজিটালাইজেশন হাব গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে এ প্রস্তাব দেওয়া হয়। এফএওর সদস্য দেশগুলোর কৃষি সচিবদের সঙ্গে সিনিয়র কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান কৃষি সচিব সায়েদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে কৃষি আঞ্চলিক ডিজিটালাইজেশন হাব করার প্রস্তাব দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার বলেন, প্রতিটি সম্মেলনে একটি প্রস্তাবনা থাকে, সে জায়গাতে বাংলাদেশের পক্ষে এ আঞ্চলিক ডিজিটালাইজেশন হাব করার প্রস্তাব করা হয়েছে। এখন এটি একটি ধারণা পর্যায়ে রয়েছে। প্রস্তাব গ্রহণ হলে সেটা নিয়ে ধারণাপত্র তৈরি করা হবে। সেটা নিয়ে বিস্তর আলোচনা হবে।

রুহুল আমিন তালুকদার বলেন, বাংলাদেশ কৃষিতে ডিজিটালাইজেশনে অনেক এগিয়ে। দেশের বিভিন্ন হাই-টেক পার্কে ইনকিউবেশন সেন্টারের কাজ হচ্ছে। আমরা এটাকে বিস্তরভাবে কাজে লাগাতে চাই। তাহলে সেটার ব্যাপক সুবিধা নেয়া যাবে। এগিয়ে যাবে দেশ।

জাতিসংঘের এফএও ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ঢাকায় শুরু হয়েছে মঙ্গলবার। দেশে এটি কৃষির সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন।

প্রথম দিন সকাল ৯টা থেকে বিভিন্ন দেশের কৃষি সচিব ও অফিসিয়ালদের নিয়ে সম্মেলন শুরু হয়। এতে এশিয়া ও প্যাসিফিকভুক্ত ৪৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এফএওর সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে।

১৯৭৩ সালে বাংলাদেশ এফএও’র সদস্য হয়। ১৯৫৩ সালে ভারতের বেঙ্গালুরুতে প্রথম আঞ্চলিক সম্মেলন হয়েছিল। গত বছর এ সম্মেলন হয় ভুটানে। সেখানে পরবর্তী সম্মেলন বাংলাদেশে আয়োজনের পক্ষে সমর্থন দেয় প্রতিনিধিরা।