Print Date & Time : 27 September 2021 Monday 10:40 am

দোলনের ‘মোহ’তে তানভীর ও মিতুল

প্রকাশ: June 21, 2021 সময়- 09:40 pm

শোবিজ ডেস্ক: প্রথমবার একই নাটকে দেখা মিলবে এ প্রজন্মের তিন তরুণ অভিনয়শিল্পী আবু হুরায়রা তানভীর, দোলন দে এবং আফফান মিতুলের। নাটকের নাম ‘মোহ’। নাটকের গল্পে দেখা যায়, জান্নাত ভালোবাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া মিতুলকে। এদিকে মিতুলের সাথে পরিচয়ের আগেও জান্নাত ভালোবাসত শিশিরকে। তাহলে কি শিশিরের প্রতি জান্নাতের শুধুই মোহ ছিল যেটাকে শিশির ভালোবাসার নাম দিয়েছে নাকি মিতুলের প্রতি শুধুই জান্নাতের মোহ কাজ করে যেটাকে সে ভালোবাসা ভাবছে।

কোনটা ভালোবাসা আর কোনটা মোহ- জান্নাতের এই দ্বিধাদ্বন্দের গল্পেই সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মিত হলো খণ্ড নাটক ‘মোহ’।

আফফান মিতুলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রানা ইব্রাহীম। প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ খ্যাত আবু হুরায়রা তানভীর (মিতুল), দোলন দে (জান্নাত) এবং আফফান মিতুল (শিশির)।

তানভীর হোসেন প্রযোজিত এই নাটকটিতে আরো অভিনয় করেছেন তমাল মাহবুব, শিখা মৌ, শরীফ সরকারসহ আরো অনেকেই। বর্তমানে নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।