প্রিন্ট করুন প্রিন্ট করুন

দ্বিতীয় প্রান্তিকে ৯০ শতাংশ আয় বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

OLYMPUS DIGITAL CAMERA

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় ৯০ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৫৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় এক টাকা ৩৯ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল তিন টাকা ৬১ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেয়ারপ্রতি আয় এক টাকা ৬৫ পয়সা বেড়েছে। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা, যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৪ টাকা ৪২ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা, আগের বছর একই সময়ে ছিল তিন টাকা ৮৭ পয়সা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ১ দশমিক ৩৫ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৫৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ১৫২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৫৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ১১ লাখ ৪১ হাজার ৬৬২টি শেয়ার মোট ২ হাজার ৪৭২ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ কোটি ৫৯ লাখ টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ১১০ টাকা ৫০ পয়সা থেকে ১৬১ টাকার মধ্যে ওঠানামা করে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আর ২০২২ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৪ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৫১ পয়সা। এদিকে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ১৯ পয়সা, আর ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ২১ পয়সা। এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ১৩ পয়সা, আর ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ২২ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে আট টাকা ৮৪ পয়সা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৭৩৬ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪০ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৩ দশমিক ৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে ২১ দশমিক ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ১৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে।