Print Date & Time : 30 June 2022 Thursday 12:16 am

দ্বিতীয় প্রান্তিকে রতনপুর স্টিলের ইপিএস বেড়েছে ১.৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে এক টাকা ৫২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা দুই পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ৫১ পয়সা ছিল। অর্থাৎ ইপিএস বেড়েছে এক টাকা ৫২ পয়সা। আর গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস ছিল তিন টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল এক টাকা ৫৪ পয়সা। অন্যদিকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ৩৯ টাকা ৫৪ পয়সা দাঁড়িয়েছে, যা একই বছরের ৩০ জুন পর্যন্ত সময়  ৪১ টাকা ছয় পয়সা ছিল। তিন মাসে এনএভি এক টাকা ৫২ পয়সা বেড়েছে। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে  পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি। গতকাল কোম্পানিটির ২৭ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৩১ লাখ ছয় হাজার ৫৭৭টি শেয়ার মোট দুই হাজার ৬৭১ বার হাতবদল হয়। ওই দিন শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭৪ শতাংশ বা পাঁচ টাকা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৬ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৮৪ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৯৪ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৩৯ টাকা ৩০ পয়সা থেকে ৯৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।