প্রতিনিধি, ফরিদপুর : রমজানে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রচারণা চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সকাল থেকে শহরের চক বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার পাশাপাশি মানুষ যাতে বেশি পরিমাণে পণ্য ক্রয় না করে, সে লক্ষ্যে প্রচার কাজ চালানো হয়। এ সময় লিফলেটও বিতরণ করা হয়। অতিরিক্ত পণ্য ক্রয় কিংবা কেউ যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে, সে ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের আগাম সতর্কবার্তা দেয়া হয়।
তিনি আরও জানান, কিছু ব্যবসায়ীর ছোলা, চিনিসহ কয়েকটি পণ্যে মূল্য বেশি রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়।
এসময় কৃষি বিপণন অধিপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও বাজার বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।