প্রতিনিধি, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার জয়পুরা এলাকায় মমো ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তার পিতার নাম আলমগীর হোসেন। তিনি সাভারের ভাটপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
কারখানাটির প্রশাসন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বাদল বলেন, আমাদের মূল কারখানার পেছনে একটি দুই তলা ভবন তৈরি হচ্ছে। সেই ভবনের ছাদ ঢালাই হচ্ছিল। সেখানে ঠিকাদারের মাধ্যমে ছাদে ঢালাইয়ের কাজ করছিল শামীম হোসেন। গতকাল দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের সময় ভ্রাইভেট মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে আমাদের কারখানার গাড়িতে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইসলাম বলেন, একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তার মরদেহ থানা পুলিশ নিয়ে গেছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা অন্তর্ভুক্ত করা হবে।