প্রিন্ট করুন প্রিন্ট করুন

ধুনটে কাল ইজতেমা শুরু

 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে ফাঁকা ময়দানে ৪০তম এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, প্রতিবছর এ ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ সৌদি আরব, মালয়েশিয়া, ফিলিপাইন, চাঁদ, মোরস্ক, লেবানন, জর্ডানসহ বিশ্বের প্রায় ১০-১৫টি দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।