প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ।
গতকাল শনিবার সকালে শহরের বারিধারা এলাকার ওই কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. ফাদার জর্জ কমল রোজারিও।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিএসসি ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সাবেক অধ্যক্ষ লোকেশ চন্দ্র দেব, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. ফাদার জর্জ কমল রোজারিও বলেন, ‘শিক্ষা মানুষের বিশ্বস্ত বন্ধু; সবকিছু বেইমানি করতে পারে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি বলতে পারেন, ‘আমার সব সম্পত্তি ও টাকাপয়সা সব তোমাকে দেব, তোমার জ্ঞানটুকু আমাকে দাও,’ তাহলে তুমি কি পারবে সেই জ্ঞানটুকু দিতে। কোনোদিনও পারবে না, কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। আমি শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা জ্ঞানের সাধনা করো, জ্ঞানের তৃষ্ণা কখনও মিটবে না। আমি বলব, তোমরা জ্ঞানমুখী হও।
তিনি বলেন, ‘জিপিএ-৫ নয়, তোমরা জ্ঞান অর্জন করো। ভালো নম্বর পাওয়ার জন্য তোমরা পড়াশোনা করবে না। শিক্ষা একটি মূল্যবান জিনিস। কোনো মূল্যবান জিনিস যেন আমরা সহজে পেতে না চাই। তোমাদের সাধনা করতে হবে, তাহলে তোমরা জ্ঞান পাবে। একটা গ্যারান্টি আমি দিতে চাই, আমাদের যে ফাদাররা-শিক্ষকরা এখানে রয়েছেন, যদি তোমরা নিয়মিত ক্লাসে আসো, সাপ্তাহিক পরীক্ষাগুলো নিয়মিত দাও, তাহলে সত্যিকার অর্থে তোমরা মানুষ হয়ে উঠতে পারবে, অমানুষ হবে না। ভালো মানুষ হবে।’
তিনি শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বলেন, ‘এই নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ ঢাকার নটর ডেমের আদলেই করা হয়েছে।’ চা শ্রমিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এই এলাকায় চা বাগান বেশি হওয়া বাগানে প্রচুর মেধাবী শিক্ষার্থী রয়েছে। এই মেধাবী শিক্ষার্থীদের জন্য নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একটি তহবিল গঠন করেছে।’
অনুষ্ঠানের শেষে ‘নতুন কুঁড়ি’ নামে একটি বার্ষিক বইয়ের মোড়ক উšে§াচন করা হয়।