প্রিন্ট করুন প্রিন্ট করুন

নতুন আঙ্গিকে বাংলালিংকের ওয়েবসাইট

শেয়ার বিজ ডেস্ক: বাংলালিংক তার ওয়েবসাইটকে (http://www.banglalink.com.bd) নতুন আঙ্গিকে সাজিয়েছে। এতে গ্রাহকদের জন্য রয়েছে নতুন সব ফিচার ও লুক। দেশি-বিদেশি গ্রাহকদের চাহিদার আলোকে ওয়েবসাইটটিকে করা হয়েছে আরও সহজ ও তথ্যবহুল।

নতুন ওয়েবসাইটিতে ই-কমার্স ফিচারগুলো যুক্ত করা হয়েছে। এই ই-কমার্স ফিচারে গ্রাহকরা পাবেন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবা। যেমনÑঅনলাইন টপ-আপ এবং ইমারজেন্সি ব্যালেন্স। এতে আরও রয়েছে ই-শপ ফিচার, যা টেলিকম ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এই ই-শপে ভিজিটররা সিমকার্ড এবং হ্যান্ডসেট কিনতে পারবেন। এ ওয়েবসাইটে থাকবে বিভিন্ন হ্যান্ডসেটের তুলনা, স্পেসিফিকেশন এবং আরও অনেক কিছু। নতুন ওয়েবসাইট ব্যবহারকারীরা সহজ প্রি-পেইড প্যাকেজ মাইগ্রেশন সুবিধা নিতে পারবেন এবং সাইটটি সঠিক সার্ভিস প্যাক বাছাই করতে অ্যাডভাইজর হিসেবে কাজ করবে। এ সাইটে আরও রয়েছে স্মার্ট ফিল্টারিং সার্চ সুবিধা। ‘ইউ মে অলসো লাইক’ সেকশনে বিভিন্ন ইন্টারনেট প্যাকের জন্য ব্যবহারকারীরা এখন পাবেন প্রাসঙ্গিক সুপারিশগুলো।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘নতুন ওয়েবসাইটটি বাংলালিংকের ডিজিটাল স্ট্র্যাটেজির অবিচ্ছেদ্য অংশ এবং এটি আমাদের গ্লোবাল ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। বাংলালিংক গ্রাহকদের জন্য সব সময় নতুন উদ্ভাবন নিয়ে আসে। মানুষের ভবিষ্যৎ ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদেরও মনে হয়েছে তাদের তথ্য এবং আনুষঙ্গিক সেবা দেওয়ার ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন। যারা আমাদের সেবাগুলোকে আরও সুবিধাজনক পদ্ধতিতে নিতে চান এবং আমাদের সম্পর্কে ঝামেলাহীনভাবে জানতে আগ্রহী, আমরা তাদের জন্য ওয়েব পেইজকে সতর্কতার সঙ্গে আরও নতুন আঙ্গিকে সাজিয়েছি। বিশ্বব্যাপী গ্রাহকদের রোমাঞ্চিত রাখতে নতুন সব ফিচার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের।’