শোবিজ ডেস্ক: ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলির নতুন বছরের শুরুটা হলো নতুন নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। কামরুল হাসানের রচনায় ও গোলাম হাবিব লিটুর পরিচালনায় ‘পথের মানুষ ঘরের মানুষ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন প্রাণ রায়। বছরের শুরুতেই প্রচন্ড শীতের মধ্যেই এই নাটকের শূটিং সম্পন্ন করেছেন তিনি।
ফারহানা মিলি বলেন, বছরের শুরুটা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই হলো। একটি সুন্দর গল্পের কাজ করলাম। অনেকদিন পর প্রাণ দাদার সঙ্গে অভিনয় করেছি।
লিটু ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। আর জামালপুরে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে। নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতেই ট্রেনে চড়ে জামালপুরে গিয়েছিলাম। যদিও প্রচন্ড শীত ছিল। তারপরও সময়টা উপভোগ করার চেষ্টা করেছি আম্মা, আমার ছোট ভাই বিপুল, তার স্ত্রী, আমার একমাত্র সন্তান রুসলানসহ বাকি সবার সঙ্গে।
এদিকে গেল বছরের শেষপ্রান্তে ফারহানা মিলি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার হাত থেকে ‘এক ছবিতেই ইতিহাস’ শীর্ষক সম্মাননা লাভ করেন ‘স্টারপ্লাস কমিউনিকেসন’র পক্ষ থেকে। ‘মনপুরা’তে অভিনয়ের জন্য বেশ কয়েকবছর আগে তিনি ‘বিসিআরএ’ অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছিলেন।