প্রিন্ট করুন প্রিন্ট করুন

দ্বিতীয় দিনেও সূচকের উত্থানের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতা দ্বিতীয় (সোমবার) কার্যদিবসেও অব্যাহত ছিলো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকের (ডিএসই) উত্থানের মধ্যদিয়ে লেনদেন শুরু হয়েছে। সেইসঙ্গে লেনদেন সন্তোষজনক ছিলো।

তথ্যানুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১১৯ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। দিনজুড়ে ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর বিপরীতে কমেছে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। দিনশেষে অপরিবর্তিত ছিলো ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা পরিমাণ আগের দিন ছিল ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন ৪৫৪ কোটি কোটি ৪৬ লাখ টাকা বেড়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। দিনজুড়ে কোম্পানিটির মোট দুই কোটি ছয় লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিলো জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ডেসকো, এক্সিম ব্যাংক, অ্যাপোলো ইস্পাত ও জাহিন স্পিনিং।