প্রিন্ট করুন প্রিন্ট করুন

নন্দীগ্রামে স্কুলের ভবন উদ্বোধন

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নতুন চারতলা ভবন এবং দাশগ্রাম নি¤œ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন একই দিনে উদ্বোধন করেছেন রেজাউল করিম তানসেন এমপি। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আহছানুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান রুস্তম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।