আরো একবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উপলক্ষে প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এতে অতিথি থাকবেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান ও ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা। এছাড়া তিন স্কুলের ডিনরাও অতিথি হিসেবে থাকবেন।
এতে ফল ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া সকল বিভাগের নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ আয়োজনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।