প্রিন্ট করুন প্রিন্ট করুন

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপি : কাদের

প্রতিনিধি, কক্সবাজার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তিনি বলেন, বিএনপি পল্টনে কেন এত বাড়াবাড়ি করছে আমরা জানি। কিছুক্ষণ আগে খবর পেয়েছি ১০ ডিসেম্বর সম্মেলনের আগেই তারা পল্টনে পুলিশের ওপর হামলা শুরু করেছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কেউ বিশ্বাস করবেন না। বাংলাদেশের জনগণ বলে- বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান।

এর আগে, দুপুর ১২টার দিকে জনসভা শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুর ইসলাম চৌধুরী। জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যানার-ফেস্টুন আর তোরণের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার।