নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ গত বৃহস্পতিবার বিও হিসাবে পাঠিয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৮৫ পয়সা ও ২০ টাকা ৬৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ছয় কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। এটি আগের বছর ছিল ছয় কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা।
আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের (এসিআরএসএল) রেটিং অনুযায়ী দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩৫ কোটি ৫৪ লাখ টাকা।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানির শেয়ারদর দশমিক ৭৮ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৫ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ২১ হাজার ৭৮০টি শেয়ার ৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ লাখ ৪৯ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ২৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৪ টাকা ১০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।