প্রিন্ট করুন প্রিন্ট করুন

নাঙ্গলকোটে দরিদ্র শিক্ষার্র্থীদের বৃত্তি দেবেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এলাকার একটি শিশুও যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য তিনি নিজস্ব তহবিল থেকে নাঙ্গলকোট উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ২৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি  দেওয়ার ঘোষণা দিয়েছেন। মন্ত্রী বৃহস্পতিবার নাঙ্গলকোটে ছাত্রলীগের  ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মো. রফিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন অনুষ্ঠানে বক্তৃতা করেন।