শেয়ার বিজ ডেস্কধ নৈশপ্রহরীদের বেঁধে রেখে নাটোরের ইসলামী ব্যাংকের প্রধান শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নৈশপ্রহরী আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ব্যাংকের মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন ব্যাংক ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী। ঘটনার পর থেকে ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক দুই নৈশপ্রহরী হলেন নুরে আলম ও আব্দুস সাত্তার। খবর পরিবর্তন।
ব্যাংক ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শহরের কানাইখালী এলাকায় অবস্থিত নাটোরের ইসলামী ব্যাংকের প্রধান শাখায় বৃহস্পতিবার রাতে একদল ডাকাত বিল্ডিংয়ের পেছনে মই লাগিয়ে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নৈশপ্রহরীদের বেঁধে ফেলে। কোনো কিছু নিতে না পেরে ডাকাতদল ব্যাংকের সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং হার্ডডিস্ক নিয়ে যায়।
শুক্রবার সকালে নৈশপ্রহরীরা তাদের বাঁধন খুলে ব্যাংক ম্যানেজারকে মোবাইল ফোনে ঘটনাটি জানালে ম্যানেজার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহƒত মইটি পাশের পুকুরে পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য প্রহরীদের আটক করে থানায় নেওয়া হয়।