নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ১৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৯৪ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৪ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫১ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ২২ হাজার ৯৫৩টি শেয়ার মোট ৫৮৬ বার হাতবদল হয়, যার বাজারদর ১১ লাখ ৭০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ও সর্বোচ্চ ৫১ টাকা ১০ পয়সায় লেনদেন করে।
এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করা কোম্পানিটি। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) নাভানা ফার্মার কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে ইপিএস দাঁড়াবে ৬৩ পয়সা। ৩১ মার্চে নাভানা ফার্মার শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৩ পয়সা (আইপিও-পূর্ব পরিশোধিত শেয়ারের ভিত্তিতে), আইপিও শেয়ার বিবেচনায় নিলে যা দাঁড়াবে ৩৯ টাকা ৫০ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ছিল আট কোটি দুই লাখ ৩০ হাজার ১৫০। এর সঙ্গে আইপিও শেয়ার যোগ হলে মোট শেয়ারসংখ্যা দাঁড়াবে সাত কোটি ১০ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ২১৭।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ০৬ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে এডিএন টেলিকম লিমিটেডের ১৮ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ২৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ দশমিক ০২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১০ দশমিক ৮১ শতাংশ শেয়ারদর বেড়েছে।