শোবিজ ডেস্ক: বছর দুয়েক ধরে টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। পেয়েছেন প্রত্যাশামাফিক সাফল্যও। ‘কোয়েন্টিকো’র দ্বিতীয় সিজনের শুটিংয়ের মাঝপথে মুম্বাই এসে বর্ণ বিদ্বেষ নিয়ে মুখ খুললেন এ বলিউড অভিনেত্রী। জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এ সে অভিজ্ঞতার
কথা রাষ্ট্র করলেন।
জাতীয় পুরস্কারজয়ী প্রিয়াঙ্কা জানান, এমনটা ঘটেছে নিউইয়র্কে। বিমানবন্দরে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।
ঘটনার সময় বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের সঙ্গে বসেছিলেন প্রিয়াঙ্কা। তখন অনেকে তাকে অপমান করেন। তাদের মধ্যে ছিলেন একজন গ্রাউন্ড স্টাফ। শেষে প্রিয়াঙ্কাকে প্রমাণ দিতে হয়েছিল তিনি সত্যিই প্রথম শ্রেণির যাত্রী। এরপর নিজেদের ভুল বুঝতে পেরে বিমানবন্দরের ওই কর্মী ক্ষমা চাইতে বাধ্য হন।
প্রিয়াঙ্কা বলেন, ‘দেশ ছেড়ে একা বিদেশে থাকা সবসময়ই কঠিন। আমার পরিবার বা বন্ধুরা সেখানে থাকেন না। যদিও সহকর্মীরা সবসময়ই আমাকে
ভালো রাখার চেষ্টা করে। ছুটিতে আমরা দিওয়ালিও পালন করেছি।’
এতো কিছুর পরেও বর্ণবিদ্বেষের শিকার হওয়ার মতো ঘটনা সবসময়ই পীড়া
দেয় বলে জানান ‘ফ্যাশন’ অভিনেত্রী।
প্রিয়াঙ্কাকে ২০১৭ সালে দেখা যাবে হলিউড সিনেমা ‘বেওয়াচ’-এ। বর্তমানে
তার হাতে কোনো হিন্দি ছবি নেই।