নিজস্ব প্রতিবেদক: কোনো উড়োজাহাজ ভাড়া না নিয়েই এবার হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউলড ফ্লাইটে ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রী পরিবহন সম্পন্ন করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
আগামী ৮ জুলাই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ১২ জুলাই পর্যন্ত চলবে। ১৪ জুলাই থেকে বিমানের ফিরতি ফ্লাইট শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান এ বছর কোটা অনুযায়ী ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে। ৩ জুলাই সর্বশেষ প্রি-হজ ফ্লাইট রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়ে জেদ্দায় পৌঁছেছে। এ বছর বিমান কোনো উড়োজাহাজ লিজ নেয়া ছাড়াই নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে।
এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১টি ব্যালটি হজ (সরকারি ব্যবস্থাপনায় হজ) ফ্লাইটসহ ৪৪টি, ঢাকা-মদিনা রুটে ১০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে নয়টি, চট্টগ্রাম-মদিনার মধ্যে দুটি ও সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইট পরিচালনার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন যাওয়ার কথা। মোট হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঁধে পড়েছে ২৯ হাজার ৯৯২ যাত্রী।