প্রিন্ট করুন প্রিন্ট করুন

‘নিজের ভুল ধরার চেষ্টা করি’

প্রিয় মুখ জাকিয়া বারি মম। সিনেমা টেলিভিশন দুই মাধ্যমেই অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন ‘স্বপ্নবাড়ি’ সিনেমার শুটিং নিয়ে। সঙ্গে চলছে নাটকের কাজ। এসব নিয়েই তার সঙ্গে কথা বলেন রবিউল কমল

 

কোন মাধ্যমে কাজ করতে বেশি পছন্দ করেন?

এখন সিনেমার অবস্থা বেশ ইতিবাচক। তাই সিনেমায় কাজ করতে বেশি ভালো লাগে। তবে টিভি নাটক আমার ভালোবাসার জায়গা। কারণ টিভি নাটকই আমাকে আজ মম বানিয়েছে।

 

সিনেমায় কাজ করতে কেমন অফার পাচ্ছেন?

প্রতিনিয়তই অফার পাচ্ছি। ভালো গল্প পেলে তবেই কাজ করবো। আমি দর্শকের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে চাই। তাদের ভালো কিছু উপহার দিতে চাই।

 

এখন কি নিয়ে ব্যস্ত?

‘স্বপ্নবাড়ি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়া টিভি পর্দায়ও কাজ করছি। টিভিতে ‘লিপস্টিক’ ও ‘মায়া’ নামে দুটি ধারাবাহিক নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া একটি খণ্ডনাটকের কাজ নিয়েও ব্যস্ত আছি।

 

‘স্বপ্নবাড়ি’ ছাড়া হাতে নতুন কোনো সিনেমা আছে?

হ্যাঁ আছে, ‘ভালোবেসে তোর হবো’ নামের একটি সিনেমার কাজ শুরু করবো। খুব শিগগির এর শুটিং শুরু হবে। এ সিনেমায় আমার বিপরীতে নীরব অভিনয় করবেন।

 

নিজের কাছে নিজের অভিনয় কেমন লাগে?

এটা বলা মুশকিল। তবে নিজের কাজ দেখে নিজের ভুল ধরার চেষ্টা করি প্রতিনিয়ত।

 

শৈশব কেটেছে কোথায়?

ব্রাহ্মবাড়িয়ায়। সেখানেই আমার বেড়ে ওঠা।

 

ছোটবেলার কোন ব্যাপারটা

মিস করেন?

জš§দিনের কথা খুব মনে পড়ে। জš§দিনে ঢাকার পূর্বাণী হোটেল থেকে কেক নিয়ে যাওয়া হতো। কেক কাটার জন্য বাড়িতে উৎসবের আমেজ তৈরি হতো। এটাকে আমি খুব উপভোগ করতাম। এখন এটা ভীষণ মিস করি।

 

শোবিজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

আপনাকে ও শোবিজকেও ধন্যবাদ।