প্রিন্ট করুন প্রিন্ট করুন

নির্বাচনে লড়বেন আজহারউদ্দিন

ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের তালিকা করতে গেলে তার নামটি নিতেই হবে! মোট তিনটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এখন অবশ্য ক্রিকেট ছেড়ে চুটিয়ে রাজনীতি করছেন। এবার হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) নির্বাচনে প্রেসিডেন্ট পড়ে লড়বেন তিনি। তার আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভারতের আলোচিত লোধা কমিটির সুপারিশের পর সুপ্রিমকোর্টের নির্দেশে এইচসিএর প্রেসিডেন্ট পদ থেকে সরে যান আরশাদ আইয়ুব। সে পদের জন্যই এখন ভোট অনুষ্ঠিত হবে।

২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হলেও পরে মুক্তি পান আজহার। ২০১১ সালে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট তাকে মুক্তি দেয়। এরপর রাজনীতির ময়দানে ব্যস্ত থাকতে দেখা গেছে এই স্টাইলিশ ব্যাটসম্যানকে। মুরাদাবাদ থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে একবার এমপিও নির্বাচিত হন তিনি।

আজহার ভারতের হয়ে ৯৯ টেস্টে করেছেন ২৪টি সেঞ্চুরি। রান ৬ হাজারের বেশি। এবার হায়দ্রাবাদ ক্রিকেটের দায়িত্ব নিতে চাইছেন আজহার।