প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে নির্বাচন-পরবর্তী ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন বিপ্লব হোসেন (১৮), শিমুল ইসলাম (২৩), হাবিল উদ্দিন (৫৫), আবু তালেব (৩০), মো. রুবেল (৩৫) ও মো. মাসুম (১৭)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে আশরাফপুর ক্লাবপাড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকন নির্বাচনে জয়লাভ করায় নির্বাচনী এজেন্ট, সমর্থকসহ স্থানীয়রা উল্লাস করছিলেন। এসময় অতর্কিতভবে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারুল ইসলামের সমর্থকেরা। হামলায় ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে একই গ্রামের পাঠানপাড়ায় নৌকা সমর্থকের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালান তারা। নির্বাচনে নৌকা প্রার্থীর এজেন্ট ও সমর্থক হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার কারণেই তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন আহতরা। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মইনুল ইসলাম বলেন, আশরাফপুর গ্রামের নির্বাচন-পরবর্তী ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হয় আমদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা-সমর্থিত প্রার্থী রওশন আলী টোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে পেয়েছেন ছয় হাজার ৯২৪ ভোট।