প্রিন্ট করুন প্রিন্ট করুন

নিশোর নতুন সিনেমা ‘কালপুরুষ’

শোবিজ ডেস্ক: প্রথম সিনেমার শুট শুরু করার আগেই দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘কালপুরুষ’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। বতর্মানে সিনেমাটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ।

আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন আফরান নিশো।

আফরান নিশোর ভাষ্য,‘‘সঞ্জয় দাদার নির্মাণে চলচ্চিত্র করতে যাচ্ছি। তাঁর কাজের প্রতি বিশ্বাস থেকেই চলচ্চিত্র করা। এখন তিনি কলকাতায় তাঁর প্রথম সিনেমার কাজ করছে। আমিও ‘সুড়ঙ্গ’ ও ‘কাইজার’ সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব। এরপরই নতুন এই সিনেমার শুটিং হবে।’’

কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন সঞ্জয় সমাদ্দার। যেখানে জিতের বিপরীতে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। এটাই সঞ্জয়ের প্রথম সিনেমা।

‘কালপুরুষ’ সিনেমা প্রযোজনা করছেন টপি খান।