Print Date & Time : 24 January 2021 Sunday 3:30 am

নৈরাজ্য সৃষ্টিতে দায়ী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: October 25, 2020 সময়- 12:52 am

প্রতিনিধি, টাঙ্গাইল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। দেশে কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।’ গতকাল শনিবার দুপুরে তিনি টাঙ্গাইল সার্কেট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষ্যে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের সেøাগান ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’। কোনো জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনাকালীন সময়ে মৃত ও করোনা আক্রান্তদের আত্মীয়-স্বজনরা তাদের নিতে চাইত না, তখন পুলিশ গিয়ে লাশ দাফন ও চিকিৎসার ব্যবস্থা করতেন। এই সব দৃশ্য শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুুষ দেখেছেন।’

সার্কেট হাউস থেকে তিনি ঘাটাইলের সাবেক এমপি মরহুম মতিউর রহমানের কবর জিয়ারত করতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।