প্রিন্ট করুন প্রিন্ট করুন

ন্যাশনাল হাউজিংয়ের ২০ লাখ শেয়ার বেচবে এইচআরসি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের করপোরেট উদ্যোক্তা এইচআরসি বাংলাদেশ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে এইচআরসি বাংলাদেশের কাছে থাকা কোম্পানির মোট ৪৬ লাখ ২৩ হাজার ৬০৪টি শেয়ার থেকে ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে, যা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে বিক্রি করতে হবে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০ শেয়ার রয়েছে।

তাদের এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫২ দশমিক ২৮ শতাংশ, সরকারি ৯ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর

কাছে ১৫ দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ২৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯১ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৬ পয়সা।

কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৭ কোটি তিন লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০১ কোটি ১৯ লাখ টাকা।