Print Date & Time : 3 July 2022 Sunday 6:16 pm

নড়াইলে কাগজের প্যাকেট তৈরির প্রশিক্ষণ

 

শেয়ার বিজ ডেস্ক: নড়াইলে স্থানীয় চাহিদাভিত্তিক দুস্থ ও অসহায় নারী ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের জন্য ভ্রাম্যমাণ কাগজের প্যাকেট তৈরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে নিজস্ব কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন। খবর বাসস।

জানা গেছে, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষুকদের আয়বর্ধক কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এজন্য সোমবার ৩০ জন ভিক্ষুককে প্রশিক্ষণ দেওয়া হয়।