প্রিন্ট করুন প্রিন্ট করুন

পঞ্চগড়ে কৃষক সমাবেশ

প্রতিনিধি, পঞ্চগড় : প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত, অনাবাদি না রাখার নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর এ বার্তা কৃষকদের মাঝে পৌঁছে দিতে পঞ্চগড়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদের বটমূল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় ডিসি মো. জহুরুল ইসলাম সভায় প্রধান অতিথি ছিলেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে কৃষক সমাবেশে অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, বিএডিসির উপ-পরিচালক মো. মজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন, দেবীগঞ্জ সার্কেলের এএসপি রুনা লায়লা, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো.রেজাউল করিম শামিম, কৃষক লীগ নেতা সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ ও কৃষক ওমর আলী বক্তব্য রাখেন।

সভায় কৃষি নির্ভর বাংলাদেশে উন্নয়নের মূল চালিকা শক্তি কৃষিকে অগ্রাধিকার দিয়ে যে কোন সংকট মোকাবিলায় এবং খাদ্য উৎপাদনের সমৃদ্ধি আনায়নে জমির জমির উপযুক্ততা বিবেচনা করে এর যথাযথ ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। সমাবেশে উপজেলার প্রায় দেড় হাজার কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে সাড়ে ১৪ শত কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।